হরিয়াল পাখি দেখতে অনেকটা পায়রার মতো। চোখ, ঠোঁটের ধরন, পায়ের গঠন, আকার-আকৃতি পায়রার সঙ্গে পুরোপুরি মিলে যায়। কোনো কোনো হরিয়ালের পালকের রঙও পায়রাদের মতো হয়। তবে হরিয়ালদের স্বভাব-চরিত্র পায়রাদের চেয়ে একটু ভিন্ন। এদের হাবভাব এমন যে, এরা যেন পায়রাদের তুলনায় উঁচু জাতের পাখি।